জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪
আগামী ২৭ ফেব্রুয়ারি,২০২৪ খ্রি. তারিখে দেশে ৪র্থ বারের মত জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত হতে যাচ্ছে।
এবারের জাতীয় পরিসংখ্যান দিবস এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, “স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান (Smart Statistics Instrumental to Development)।”
দিবসটি যথাযথভাবে উদযাপনের উপলক্ষ্যে বিভাগীয় ও জেলা পরিসংখ্যান অফিস, বরিশাল কর্তৃক বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
পরিসংখ্যানের গুরুত্ব অনুধাবন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে ১৮ সেপ্টেম্বর ৪টি সংস্থা (পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ব্যুরো, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি পরিসংখ্যান ব্যুরো ও কৃষি শুমারি কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আদম শুমারি কমিশন) কে একীভূত করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠা করেন।
দেশের পরিসংখ্যান ব্যবস্থাকে বিশ্বমানের প্রতিষ্ঠানিক রুপদান ও আইনগত ভিত্তি স্থাপনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উপলব্ধি ও একান্ত প্রচেষ্টায় ২৭ ফেব্রুয়ারি, ২০১৩ খ্রি. তারিখে মহান জাতীয় সংসদে “পরিসংখ্যান আইন-২০১৩” পাশ করা হয়। পরিসংখ্যান ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের উদ্দেশ্যে জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র (NSDS) ২৮ অক্টোবর, ২০১৩ তারিখে মন্ত্রীপরিষদ কর্তৃক অনুমোদন লাভ করে।
সঠিক উন্নয়ন পরিকল্পনার জন্য সঠিক ও সময়োচিত পরিসংখ্যান প্রয়োজন।
দেশের উন্নয়ন ও অগ্রগতির সাথে সাথে পরিসংখ্যানের গুরুত্ব ও ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।
দেশের পঞ্চ বার্ষিকী পরিকল্পনা ও এসডিজি অগ্রগতি পর্যবেক্ষনে পরিসংখ্যানের তথ্য গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে।
এসডিজি এর মোট ২৩১টি সূচকের মধ্যে ১১১টি সূচকের তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রস্তুত করে থাকে।
অবশিষ্ট সূচক সমূহ বিভিন্ন মন্ত্রনালয় কর্তৃক প্রস্তুত করে এসডিজি ট্রাকারে প্রেরণ করা হলে তা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক অথেনটিকেশন করা হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে অফিসিয়াল পরিসংখ্যান প্রস্তুত, সংরক্ষন এবং প্রকাশ করে থাকে।
জাতীয় পর্যায়ে পরিসংখ্যানের পরিচিতি ও ব্যবহার আরও জনমূখী ও মানুষের দোরগোড়ায় পৌছানোর জন্য জাতীয় পরিসংখ্যান দিবস খুবই গুরুত্বপূর্ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস