শিরোনাম
"রাষ্ট্রকে সঠিক তথ্য সরবরাহে পরিসংখ্যানের বিকল্প নেই" -ডিসি বরিশাল।
বিস্তারিত
"রাষ্ট্রকে সঠিক তথ্য সরবরাহে পরিসংখ্যানের বিকল্প নেই"
-ডিসি বরিশাল।
৯ জানুয়ারি শনিবার বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের সম্মেলন কক্ষে 'ডিজাস্টার রিলেটেড স্ট্যাটিসটিক্স ২০২০' জরিপের বরিশাল জেলার সুপারভাইজার ও তথ্য সংগ্রকারীগণের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ও জেলা প্রশাসক, বরিশাল জনাব জসীম উদ্দিন হায়দার। এসময় তিনি জরিপ কার্যক্রমের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারগণকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে বলেন যে, রাষ্ট্রকে সঠিক তথ্য সরবরাহে পরিসংখ্যানের বিকল্প নেই। আপনাদের সংগৃহীত তথ্যের নির্ভুলতার উপর দেশের উন্নয়ন পরিকল্পনার সফলতা নির্ভর করে। তিনি আরও বলেন যে, পরিসংখ্যান ব্যতীত কোথাও কোনো কাজ করা সম্ভব নয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক জনাব মোঃ মিজানুর রহমান, উপপরিচালক, জেলা পরিসংখ্যান অফিস, বরিশালসহ আরও উপস্থিত ছিলেন সলভার্স সফটওয়্যার এর টেকনিক্যাল সাপোর্টার মিজ শামামা আক্তার এবং বরিশাল জেলার বিভিন্ন উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।