সেবার নাম:“Divisional Statistics Office Barishal” ফেসবুক গ্রুপ-পেজ
লিংক: https://www.facebook.com/profile.php?id=100069397681375
আমাদের লক্ষ্য:
পরিসংখ্যানিক তথ্য সেবা প্রদান
প্রত্যাশিত সেবা গ্রহীতা:
১. শিক্ষার্থী
২. শিক্ষক
৩. বিতার্কিক
৫. উন্নয়নকর্মী
৬. এনজিও প্রতিনিধি
৭.সরকারি কর্মকর্তা
৮. বেসকারি কর্মজীবী
৯. ব্যবসায়ী, নারী ও ক্ষুদ্র উদ্যোক্তা।
আমরা কিভাবে সেবা প্রদান করবো:
১.ফেসবুক পেইজের মাধ্যমে অনালাইনে তথ্য সেবা প্রদান।
২.আমাদের কার্যক্রম শেয়ার, অগ্রগতি প্রতিবেদন এবং সফলতার কথা পেইজের মাধ্যমে তুলে ধরা।
৩.পরিসংখ্যান বিষয়ের বিভিন্ন ভিডিও আপলোড করা।
সেবা গ্রহীতা হিসেবে আপনার করনীয় :
১.উল্লেখিত আমাদের ফেসবুক পেজ ফলো করতে হবে এবং অন্যের নিকট শেয়ার করতে হবে।
২.আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন।
আমাদের Admin Pannel এর Feedback এর অপেক্ষায় থাকুন। আমরা ৩ ধরনের Feedback দিব।
১। তথ্যটি এখুনি আপনি পাচ্ছেন।
২। স্বল্প সময় পরে আপনাকে তথ্য সেবাটি দেয়া হবে।
৩। দুঃখিত, এ ধরণের তথ্য সেবা আমারা প্রদান করি না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস